Total Online Solution Support
অরিজিনাল উইন্ডোজ

অরিজিনাল উইন্ডোজ এর সুবিধা সমূহ

তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রতিদিনই হচ্ছি নির্ভর। আর বর্তমান প্রযুক্তির বড় একটি অংশ হচ্ছে কম্পিউটার। আমাদের মধ্যে খুব কম লোকই রয়েছে, যার কম্পিউটার সম্পর্কে ধারনা নেই। আর এই কম্পিউটার অপারেট করতে গিয়ে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যায় পড়ি। আর এই সমস্যাগুলোর অন্যতম কারন হচ্ছে পাইরেটেড সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ব্যবহার করা। কম্পিউটার এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম এর চওড়া দামের কারনে ম্যাক্সিমাম ব্যবহারকারীরা ক্র্যাক সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম ব্যবহারে অভ্যস্ত। ক্র্যাক এবং অরিজিনাল উইন্ডোজ সম্পর্কে জানতে নিচের আর্টিকেলটি ফলো করুন।

অরিজিনাল উইন্ডোজ এর সুবিধা সমূহঃ

  • অরিজিনাল উইন্ডোজ ব্যবহারে আপনাকে নিরাপত্তা জনিত কোন বিষয় নিয়ে টেনশন করতে হবে না।
  • নতুন আপডেট না আসা পর্যন্ত আপডেট নিয়ে কোন ঝামেলায় পড়তে হয় না ।
  • যে কোন ডিভাইস ড্রাইভার আপডেট এর প্রয়োজন হলে উইন্ডোজ অটোমেটিক সেটা ডাউনলোড করে ইন্সটল করে নেয়।
  • অরিজিনাল উইন্ডোজ এ কয় দিন পর পর পুরো অপারেটিং সিস্টেম আপডেট দিতে হয় না, মাইক্রোসফট থেকে নতুন আপডেট আসার সাথে সাথে আপডেট ইন্সটল হয়ে যায়।
  • হার্ডওয়্যার রিকয়ারমেন্ট ঠিক থাকলে স্লো হওয়ার সম্ভাবনা একদম কম থাকে।
  • ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে আলাদা করে অ্যান্টিভাইরাস ব্যবহারের প্রয়োজন হয় না।
  • অরিজিনাল উইন্ডোজ এ কয়েকদিন পর পরই সিকিউরিটি আপডেট আসে, এতে আপনার পিসি থাকে সুরক্ষিত।

এছাড়া ও আরো অনেক ধরনের সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা পেতে আজই অরিজিনাল উইন্ডোজে শিফট করুন এবং নিরাপদ থাকুন। স্বল্প মূল্যে উইন্ডোজ সহ প্রয়োজনীয় সব সফটওয়্যার ক্রয় করতে ভিজিট করুন https://tosbd.com/software . টোটাল অনালাইন সলিউশন মাইক্রোসফট কর্পোরেশন এর অথরাইজড পার্টনার।

আরো জানতে পড়ুন: মাইক্রোসফট অফিস ৩৬৫ – কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

Related Posts

অফিস ৩৬৫

মাইক্রোসফট অফিস ৩৬৫ – কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

‘অফিস ৩৬৫’ মাইক্রোসফটের অনেকগুলো এপ্লিকেশনের একটি প্যাকেজ। পূর্বে এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ নামে পরচিত ছিলো কিন্তু বর্তমানে এটি ‘অফিস ৩৬৫’ নামে পরিচিত। ‘অফিস ৩৬৫’ এর সফটওয়্যারগুলো ব্যাক্তিগত কাজ থেকে শুরু করে

Read More
অ্যান্টিভাইরাস সফটওয়্যার

অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী? | আপনার পিসি বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস কেন প্রয়োজন!

কম্পিউটার হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস তৈরি করে চলছে। এসব নতুন ভাইরাসের আক্রমন থেকে কম্পিউটার বা পছন্দের ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে প্রয়োজন ভালোমানের একটি আপডেটেড ডাটাবেজ সম্বলিত অ্যান্টিভাইরাস। এসব অ্যান্টিভাইরাসের আপডেটেড

Read More
Crapware

ক্র্যাপওয়্যার কি, কিভাবে ক্র্যাপওয়্যার থেকে সুরক্ষিত থাকবেন?

ইন্টারনেট এবং Wikipedia র ভাষায় ক্র্যাপওয়্যার (Crapware) মানে প্রি – ইন্সটলড (Pre-Installed) সফটওয়্যার। অনেক সময় আমরা পিসিতে ব্যবহারের জন্য ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করি। আর অধিকাংশ সফটওয়্যার ডাউনলোড করার পর

Read More
Free Wordpress Theme

Free Theme Offer

আমাদের থেকে ওয়েবহোস্টিং সার্ভিস নিলেই পাচ্ছেন ফ্রীতে একটি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম। থিম, পাওয়ার জন্য আমাদের ওয়েবহোষ্টিং সার্ভিস অর্ডার করার পরে আমাদের লাইভচ্যাট কিংবা সাপোর্ট টিকিটে এখান থেকে একটি থীম লিংক

Read More
অরিজিনাল উইন্ডোজ

অরিজিনাল উইন্ডোজ এর সুবিধা সমূহ

তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রতিদিনই হচ্ছি নির্ভর। আর বর্তমান প্রযুক্তির বড় একটি অংশ হচ্ছে কম্পিউটার। আমাদের মধ্যে খুব কম লোকই রয়েছে, যার কম্পিউটার সম্পর্কে ধারনা নেই। আর এই কম্পিউটার অপারেট

Read More